নানা দাবিতে উত্তাল বিশ্ব
প্রকাশিত : ১৯:৫০, ২৭ এপ্রিল ২০১৮
একদিকে যেমন গণতান্ত্রিক দেশগুলোর সরকারগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠছে, অন্যদিকে জনগণও দাবি আদায়ে বেছে নিচ্ছে রাজপথ। কখনো সরকারের বিরুদ্ধে আবার কখনো সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা অপরাধীদের বিচারের দাবিতে ফুঁসে উঠছে বিক্ষুব্ধরা। কোথাও হত্যার প্রতিবাদে, কোথাও স্বাধীনতার দাবিতে আবার কোথাও সরকারের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে বিশ্বের বেশ কয়েকটি দেশের রাজপথ।
মেক্সিকোতে তিন শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন দেশটির কয়েক হাজার শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের কলোরাডো ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন বহু শিক্ষক। এছাড়া নিকারাগুয়া, আর্মেনিয়া ও স্পেনেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, কাতালোনিয়া, ব্রাজিলে হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এ ছাড়া ভারতের কাশ্মীরে ধর্ষণকাণ্ডে গোটা ভারতজুড়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে নামে বিক্ষুব্ধরা। সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে দেশের প্রতিটি জেলাশহরসহ রাজধানী ঢাকা অচল করে দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের এসব খবর আন্তর্জাতিক গণমাধ্যম খুব গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
ভারত
কাশ্মীরের ৮ বছরের শিশু আসিফা বানুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা ভারতজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। তাদের আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ দেশটির মানবাধিকার কর্মীরা সমর্থন জানায়। এই আন্দোলনের মধ্যেই দেশটির ধর্মগুরু আশারাম বাপুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কলোরাডো ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে শিক্ষার মান, শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন কয়েক হাজার শিক্ষক। তারা বলেন, `অনেকেই মনে করছেন, এই আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতেই করা হচ্ছে। কিন্তু তা নয়, আমরা দেশে শিক্ষার সার্বিক মান বৃদ্ধির জন্য লড়াই করছি।`
নিকারাগুয়া
নিকারাগুয়ায় শ্রম আইনে পরিবর্তন আনার প্রস্তাবে অনুমোদন দেয়ার পর থেকে চলমান বিক্ষোভ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় দেড়শ` আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সাংবাদিক নিহত হন।
মেক্সিকো
মেক্সিকোতে তিন শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশটির ওই তিন শিক্ষার্থী নিখোঁজের পর মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, অ্যাসিডে দগ্ধ করে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন দেশটির হাজার হাজার শিক্ষার্থী।
স্পেন
স্পেনে গণধর্ষণের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির আদালত যৌন হয়রানির অভিযোগে পাঁচ জনকে নয় বছর করে সাজা দেয়ার পর আন্দোলনকারীরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নামেন। ২০১৬ সালে ১৮ বছরের এক তরুণীকে গণধর্ষণ করে ওই পাঁচ আসামি।
আর্মেনিয়া
তুমুল প্রতিবাদের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্ঘ সার্গসিয়ান পদত্যাগ করার পর এখন দেশটির বিরোধী দলের প্রধান নিকোল পাশিনিয়নকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ।
বাংলাদেশ
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে বাংলাদেশের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন রাজধানী ঢাকা ছাড়িয়ে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে থমকে যেতে বসে দেশের শিক্ষা কার্যক্রম। একদিনের জন্য অচল হয়ে পড়ে গোটা দেশ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পরই অন্দোলনে শিথিলতা আসে। তবে মামলা প্রত্যাহার না করায় এবং এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
এমজে/
আরও পড়ুন