ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভবিষ্যত শান্তির পথকে সুগম করবে কোরীয় সম্মেলন: হোয়াইট হাউস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ২৭ এপ্রিল ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস বৃহস্পতিবার প্রত্যাশা ব্যক্ত করেছে যে কোরীয় সম্মেলন ‘ভবিষ্যত শান্তির পথকে সুগম করবে।’ দুই দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসায় হোয়াইট হাউস এ আশা ব্যক্ত করে। খবর এএফপি

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করছি যে, এ শীর্ষ সম্মেলন আন্ত:কোরীয় উপদ্বীপের ভবিষ্যত শান্তি ও সমৃদ্ধির পথকে সুগম করবে।আমাদের মিত্র দেশ কোরিয়া প্রজাতন্ত্রের সাথে ঘনিষ্ট সমন্বয়ের প্রশংসা করে যুক্তরাষ্ট্র এবং তারা আসন্ন সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে নির্ধারিত আলোচনার প্রস্তুতির ব্যাপারে জোরালো আলোচনা এগিয়ে নেয়ার অপেক্ষায় রয়েছে।’

দুই কোরিয়াকে বিভক্ত করা মিলিটারি ডিমার্কেশন লাইনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে করমর্দনের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন। আর এর মধ্যদিয়ে তিনিই হলেন প্রথম নেতা যিনি কোরীয় যুদ্ধের অবসানের পর সিউলের মাটিতে পা রাখলেন।

অপরদিকে কিম ও মুনের মধ্যে আন্ত:কোরীয় সম্মেলন শুরুর আগে এ দুই নেতা মুহূর্তের জন্য উত্তর কোরীয় সীমান্তে ফিরে আসেন। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসানের পর থেকে এ ধরণের আলোচনার ক্ষেত্রে এটি হচ্ছে মাত্র তৃতীয় শীর্ষ সম্মেলন। এ সম্মেলন কিম ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের পথকে সুগম করবে।

আরকে//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি