ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাম রাখা হলো ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৮ এপ্রিল ২০১৮

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম লুই আর্থার চার্লস। এ নামকরণ করেছেন ডিউক আর ডাচেস অফ কেমব্রিজ।

সোমবার লন্ডনে স্থানীয় সময় সকাল ১১টা এক মিনিটে এই দম্পতির তৃতীয় সন্তান আর দ্বিতীয় পুত্রের জন্ম হয়।

কেনসিংটন প্যালেসের একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রাজপরিবারের নতুন সদস্য পরিচিত হবে `হিজ রয়্যাল হাইনেজ প্রিন্স লুই অফ কেমব্রিজ` নামে।

তাদের আরও একটি ছেলে ও মেয়ে রয়েছে। যাদের নাম জর্জ ও শার্লট। ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় তার অবস্থান পঞ্চম।

বাবা প্রিন্স উইলিয়াম আর বড় ভাই জর্জের নামের মাঝেও রয়েছে লুই নামটি। এই নামটি ছিল লর্ড মাউন্টব্যাটেনের নামেরও অংশ, যিনি ১৯৭৯ সালে আইআরএ হামলায় নিহত হন। প্রিন্স চার্লসের জীবনে তার চাচা লর্ড মাউন্টব্যাটেনের অনেক প্রভাব ছিল।

নতুন প্রিন্সের নামকরণ নিয়ে ব্রিটেনে অনেক বাজিও ধরা হয়েছে। বাজীকরদের প্রথম ধারণা ছিল, তার নাম হবে আর্থার। এরপরে তাদের বাজি ছিল জেমন আর ফিলিপের ওপর। লুই নামটি ছিল বাজীকরদের তালিকায় চতুর্থ।

ব্রিটেনের পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, দেশটিতে শিশুদের নামের তালিকায় লুই নামটির অবস্থান ৭১ তম।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি