সীমান্তে শান্তি স্থাপনে একমত মোদি-জিনপিং
প্রকাশিত : ১৪:৪৪, ২৮ এপ্রিল ২০১৮
ভারত ও চীনা সীমান্তে শান্তি বজায় রাখতে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের কেন্দ্রীয় শহর যুহানে এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতাই সীমান্তে উত্তেজনা বন্ধে একমত হয়েছেন। শুধু তাই নয়, এখন থেকে দেশ দুটির মধ্যে সামরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও দুই নেতার সমর্থন রয়েছে।
গত শনিবার ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য নরেন্দ্র মোদি ২৪ ঘণ্টা ধরে যুহানে অবস্থান করছিলেন। দুই নেতার বৈঠকের পরই পররাষ্ট্র সচিব ভিজয় গুখালে সাংবাদিকদের বলেন, দুই নেতাই দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য জোর দিয়েছেন। শান্তিপূর্ণভাবে সব সমস্যা সমাধানের জন্যও তারা একমত হয়েছেন বলে যোগ করেন ভিজয় গুখালে।
সূত্র: রয়টার্স
এমজে/
আরও পড়ুন