ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সৌদিসহ তিন দেশে অস্ত্র রফতানি বন্ধ করছে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৮ এপ্রিল ২০১৮

সৌদি-আরব, আরব আমিরাত ও তুরস্কে সব ধরণের অস্ত্র রফতানি বন্ধ করতে জার্মান সংসদে একটি বিল আনা হয়েছে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব জার্মানি থেকে আনা অস্ত্র দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তুরস্ক সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ায় দেশ তিনটিতে অস্ত্র রফতানি বন্ধ করতে চাইছে জার্মানি।

জানা গেছে, এ বিলের আওতায় কেবল অস্ত্র-ই নয়, দেশ তিনটিতে সব ধরণের পণ্য রফতানি বন্ধ করে দিতে চাইছে দেশটি। সংসদে বিলটি এনেছে দেশটির বিরোধী দল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি। তবে এ বিলের মূল টার্গেট সৌদি আরব ও আরব আমিরাত। অন্যদিকে তুরস্ক সম্বন্ধে বলা হচ্ছে, দেশটি আফরিনে হামলা চালানোর সময় জার্মান থেকে আমদানিকৃত অস্ত্র ব্যবহার করেছে।

এ বিলটিতে জার্মান ও তুরস্কের মধ্যে করা একটি দ্বিপক্ষীয় চুক্তির বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এদিকে সৌদি আরব সম্বন্ধে দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলছেন, সৌদি জার্মানি থেকে আমদানিকৃত বিশেষ নৌকা দিয়ে ইয়েমেনিদের অবরোধ করেছে। ইয়েমেনে যখন মানবিক সহায়তা খুব দরকার ছিল, তখন মানবিক সহায়তা না দিয়ে বরং সৌদি তাদেরকে অবরুদ্ধ করে ফেলে।

২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ৫ বছরই সৌদি আরব দেশটি থেকে অস্ত্র আমদানিতে শীর্ষে অবস্থান করছিল। ২০১৭ সালের শেষের দিকে দেশটি জার্মানি সৌদি ও ইসরায়েল ও মিশরে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে জার্মান সরকার ঘোষণা করে, যেসব দেশ যুদ্ধের সঙ্গে জড়িত, তাদেরকে আর অস্ত্র রফতানি করবে না দেশটি।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি