ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মায়াসভ্যতার রহস্যময় হত্যার সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ২৯ এপ্রিল ২০১৮

সম্প্রতি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক  মেক্সিকোর কাম্পেচেতে গবেষণা করতে গিয়ে একটি গুহার সন্ধান পান।

মানুষের তৈরি গুহাটিতে খুঁজে পান মানুষের ২৪ টি কঙ্কাল।ওই গুহাটি এককালে জলাধার হিসেবে ব্যবহার হতো। তাই এ গুহার ভেতরে মানুষের কঙ্কাল পাওয়ায় গবেষণা শুরু করেছেন গবেষক দলটি।

গবেষণা করতে গিয়ে গবেষক দলটি দেখেন যে, সব কঙ্কালেরই মাথা মূল দেহ থেকে বিচ্ছিন্ন। একই সাথে মৃত্যুর পর তাদের অঙ্গ-প্রত্যঙ্গও কেটে বিছিন্ন করে দেওয়া হয়।

মৃতদের ২৪ জনের মধ্যে ২ জন নারী ও ১৩ জন পুরুষ।কিন্তু বাকীদের লিঙ্গ চিহিৃত করা সম্ভব হয়নি।তাদের বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে।

এ আবিষ্কার থেকে প্রত্নতত্ত্ববিদরা বুঝতে পেরেছেন,

এ সকল চিত্র দেখে গবেষক দলটি মায়া সভ্যতার লোকেদের শত্রুদের নিধনের নৃশংস চিত্রের খবর পান।তবে ২৪ জনের প্রকৃত পরিচয় কিংবা তাদের ভাগ্যে এত নির্মম মৃত্যু নেমে আসার প্রকৃত কারণ জানা যায়নি।

উল্লেখ্য, মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়াতেমালা, হন্দুরাস, বেলিজ, এবং এল সালভাদর, এই ৫ দেশে প্রায় তিন সহস্রাব্দী্রও বেশি সময় জুড়ে গড়ে উঠেছিল মায়া সভ্যতা। মায়া সভ্যতার প্রাচীনতম নিদর্শন মেলে ২৬০০ খৃস্টপূর্বাব্দে মেক্সিকোর ইয়াকাটুন উপদ্বীপে। প্রায় একই সময়ে বেলিজের কুয়েলোতে মায়া বসতি গড়ে উঠেছিল ।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি