ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সৌদি নারীদের পোশাক বিপ্লবের নেপথ্যে যিনি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৩, ৩০ এপ্রিল ২০১৮

রক্ষণশীল সৌদি নারীদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। সম্প্রতি সৌদিতে শুধু নারীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হয় একটি ফ্যাশন উইকের। এতে মূলত বিদেশি মডেলরাই র‌্যাম্পে হেঁটেছেন। সৌদি নারীরা ছিলেন দর্শকাসনে। এসবের মূল কারিগর ছিলেন রাজকুমারী নৌরা বিনতে ফয়সাল আল-সৌদ। সৌদি আরবের প্রতিষ্ঠাতার প্রপৌত্রী তিনি।

সৌদিতে নারীদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেয়ার বিষয়টি এর আগে কখনোই সেভাবে গুরুত্ব পায়নি। কিন্তু নৌরা আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আসার পর ছবিটা বদলাচ্ছে। জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন রাজকুমারী। সেখানে থাকার সময় থেকেই ফ্যাশন দুনিয়ার প্রতি আকৃষ্ট হন তিনি।   

সৌদির রক্ষণশীল সমাজে নারীদের পোশাক বিধি নিয়ন্ত্রণ করে শুধুমাত্র পুলিশ এবং বিচারবিভাগ। নারীরা সেখানে সাধারণত ‘অবয়া’ (পা অবধি ঢাকা গাউনজাতীয় পোশাক) পরে থাকেন। সঙ্গে মাথা এবং মুখ ঢাকা দেয়াটাই রীতি। তবে এই বদলকে রক্ষণশীলতার বিরোধিতা হিসেবে মানতে নারাজ তিনি।

এক সাক্ষাৎকারে নৌরা বলেছেন, ‘একজন সৌদি নাগরিক হিসেবে আমি আমার সংস্কৃতি এবং ধর্মকে সম্মান করি।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি