ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সীমান্ত থেকে প্রচার মাইক সরাচ্ছে দক্ষিণ কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৩০ এপ্রিল ২০১৮

উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার যৌথ সীমান্ত এলাকা থেকে প্রচার মাইক সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সিউল। সোমবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, আগামীকাল মঙ্গলবার তারা উত্তরের দিকে ফেরানো প্রচার মাইকগুলো তারা সরিয়ে নেবেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়াও প্রত্যাশা করছে যে, উত্তর কোরিয়াও তাদের প্রচার মাইকগুলো সরিয়ে নেবে।

দীর্ঘদিনের বৈরিতা ঘুচিতে দীর্ঘ ৬৫ বছর পর দুই কোরিয়ার শীর্ষ নেতার সাক্ষাতের তিন দিনের মাথায় এ ঘোষণা এল। ওই বৈঠকে দুই নেতা কোরিয়া দ্বীপপুঞ্জ পরমাণুমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।  

এই প্রচার মাইকগুলো দিয়ে সীমান্ত থেকে সিউল কে-পপ গান এবং উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা করতো। ২০১৬ সালে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার পর থেকে এমনটি করে আসছে সিউল।

সূত্র : এপি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি