ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাশুড়িকেই অনুসরণ করছেন প্রিন্সেস কেট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৩০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সন্তান জন্ম নেওয়ার পর হাসপাতালে মা কি পোশাক পরবেন এটা নিয়ে তেমন মাথা ব্যাথা থাকার কথা নয়। আবার এটা ভাবারও বিষয় হয়ে দাড়ায় সেটা যদি হয় বৃটেনের প্রিন্সেস কেট মিডলটন হন। গত ২৩ এপ্রিল কেট মিডলটন আর প্রিন্স উইলিয়ামের ঘরে এলো তৃতীয় সন্তান প্রিন্স লুই।

হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বের হয়ে আসার সময় দ্য ডাচেস অফ ক্যামব্রিজ কেটকে দেখা গেছে তার পছন্দের ডিজাইনার জেনি প্যাকহ্যামের ড্রেস পরা অবস্থায়। লাল ড্রেসটিতে ছিল পিটার প্যান কলার।

অনেকটা একই ধরনের ড্রেস পরেছিলেন কেটের শাশুড়ি প্রিন্সেস ডায়ানা। ১৯৮৪ সালে প্রিন্স হ্যারির জন্মের পর হাসপাতাল থেকে এরকম লাল ড্রেস পরে বের হতে দেখা যায় ডায়ানাকে। কেট তার ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন জিয়ানভিটো রোসির জুতা। অনেকেই বলছেন পোশাক পছন্দের বিষয়ে কেট ডায়ানাকেই অনুসরণ করেন মিটলটন।

এর আগের দুইবারও কেট হাসপাতাল ছেড়েছেন জেনি প্যাকহামের পোশাক পরে।

এর আগে ২০১৩ সালে প্রিন্স জর্জের জন্মের পর জেনি প্যাকহামের ডিজাইন করা নীল রংয়ের ড্রেস পরেন কেট। হাই নেকসহ ওই ড্রেসের সঙ্গে পরেছিলেন ধূসর রংয়ের হিল। মজার বিষয় হচ্ছে ডায়ানাও প্রিন্টের পোশাক পরে প্রিন্স উইলিয়ামকে নিয়ে হাসপাতাল ছাড়েন। এখানেও মজার মিল হচ্ছে কেট এবং ডায়ানা দুজনেই সাদা ছোট বলপ্রিন্টের জামা পরে বের হয়েছিলেন। কেটের জামা ছিল এক ছাটের নীলের ওপর সাদা বল প্রিন্টের টপ্স। আর ডায়ানার গায়ে ছিল সবুজাভ বলপ্রিন্টের কলার দেওয়া ফ্রক।

২০১৫ তে দ্বিতীয় সন্তান প্রিন্সেস শার্লোটের জন্মের পর কেটকে দেখা গেছে সাদা ও হলুদের কম্বিনেশনে ফুলের ডিজাইন করা এক ড্রেসে। সেটিরও ডিজাইনার ছিলেন জেনি প্যাকহাম। পায়ে পরেছিলেন ন্যুড হিল।

আর জেনি প্যাকহামের পোশাক বিষয়ে ক্যাটের পুরানো মন্তব্য, ব্রিটিশ এই ডিজাইনারের পোশাক ভীষণ আরামদায়ক ও ট্রেন্ডি।

তথ্যসূত্র: দ্য সান, পিপল ডটকম।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি