ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ব্রিটেনে প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ৩০ এপ্রিল ২০১৮

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সাজিদ জাভিদ। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। এই প্রথম কোন মুসলিমকে ব্রিটেনের  গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল। তাঁর এই নিয়োগ নিয়ে পুরো ব্রিটেনে বিস্ময় তৈরি হয়েছে।   

নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর বাবা  ষাটের দশকে পাকিস্তান থেকে ব্রি‌টে‌নে আসেন। এরপরে প্রথমে কাপড়ের কারখানায় কাজ শুরু করেন এবং পরবর্তীতে বাসচালক ছিলেন।

ব্রিটেনে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে গতকাল রোববার (২৯ এপ্রিল) রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। 

পরদিন সোমবার (৩০ এপ্রিল) তার জায়গায় নিয়োগ পান সাজিদ জাভিদ। তাঁর এ নিয়োগ নিয়ে বিস্ময় তৈরি করেছে পুরো ব্রিটেনে।

বিস্ময়ের কারণ হল শুধু প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূতই নয়, এই প্রথম কোন মুসলিম ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বভার পেলেন।

তিনি প্রথম প্রজন্মের অভিবাসীর সন্তান হয়ে সাজিদ জাভিদের অন্যতম প্রধান দায়িত্ব হবে অভিবাসন নিয়ে ব্রিটেনের জনগণের উদ্বেগ সামলানো।

উল্লেখ্য, সা‌জিদ জা‌ভিদ সর্ব‌শেষ ব্রি‌টে‌নের ক‌মিউনিটি সে‌ক্রেটারি (মন্ত্রী) হি‌সে‌বে দা‌য়িত্ব পালন করেছেন।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি