ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঘনিষ্ঠভাবে দাঁড়ানো যুগল

কলকাতার মেট্রোতে যুগলকে মারধরে নিন্দার ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১ মে ২০১৮ | আপডেট: ১৯:৫১, ১ মে ২০১৮

কলকাতার মেট্রো ট্রেনে ঘনিষ্ঠভাবে দাড়ানোর জেরে বেধড়ক মারধর করা হয়েছে দুই তরুণ-তরুণীকে। তরুণটিকে রক্ষার্থে নিজেকে ঢাল বানালে মারধর করা হয় তরুণীটিকে।

গতকাল রাত আনুমানিক দশটার দিকে কলকাতার দমদম রেল স্টেশনে এই ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, কলকাতার মেট্রো ট্রেনটি যখন শহরের চাঁদনি চক এলাকায় ছিল তখন এক জনৈক প্রবীণ যাত্রী ঐ যুগলকে কটাক্ষ করে মন্তব্য করেন। ঐ যুগল মেট্রোতে ‘খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে’ ছিল; এটাই ছিল ঐ ব্যক্তির অভিযোগ।

কথাকাটাকাটির এক পর্যায়ে ট্রেনে বসেই দমদম স্টেশনে নেমে যুগলকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন অন্য আরেক মধ্যবয়সী যাত্রী।

পরে ট্রেনটি দমদম স্টেশনে আসলে ঐ যুগলদের জোর করে ট্রেন থেকে নামিয়ে বেধড়ক আঘাত করা হয়। হামলাকারীদের অধিকাংশই প্রৌঢ় এবং মধ্যবয়সী বলে জানায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

পরবর্তীতে স্টেশনে থাকা কিছু তরুণ এবং যুবক যাত্রীদের সহায়তায় উদ্ধার পান ভুক্তভোগীরা।

নিন্দার ঝড়

এদিকে মেট্রোর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। পাশাপাশি চলছে তর্ক-বিতর্ক। সড়কের চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন কলকাতাবাসী।

হামলার একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক সাইটগুলোতে ভাইরাল।

ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ঐ যুগল কোন দোষ করেনি নাকি তাদের পিটিয়ে উচিত শিক্ষা দিয়েছে জ্যেষ্ঠ্যরা এই বিতর্কে বিভক্ত এখন কলকাতা।

কলকাতা হাইকোর্টের জ্যেষ্ঠ্য আইনজীবী অরুণাভ ঘোষ হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ বা মামলা দায়ের করা না হলেও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় এনডিটিভি। তাদের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় যে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা হচ্ছে। এছাড়াও হামলার সময় রেল পুলিশ কেন কোন ব্যবস্থা নেয়নি তাও খতিয়ে দেখবে তারা।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

//এস এইচ এস// টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি