‘নিজের স্বাস্থ্য সনদ নিজেই লিখেছিলেন ট্রাম্প’
প্রকাশিত : ১৪:৩৮, ২ মে ২০১৮
২০১৫ সালে তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য `অবাক করার মতো চমৎকার` বলে যে চিকিৎসা সনদ দেওয়া হয়েছিল, সেটি ট্রাম্প নিজেই লেখেছিলেন।
সিএনএন টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন।
২০১৫ সালের ওই চিঠির বক্তব্য ছিল যে, এতদিন যতজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সবচেয়ে ভালো।
ওই চিঠিতে লেখা ছিল যে, ট্রাম্পের শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অসাধারণ। তার রক্তের চাপ এবং গবেষণাগারের প্রতিবেদন অবাক করার মতো চমৎকার। পুরো বছর জুড়ে তিনি ৭ কেজি ওজন কমিয়েছেন। ট্রাম্পের ক্যান্সারের কোনও লক্ষণ নেই বা জয়েন্ট সার্জারি হয়নি।
সে সময় টুইট করে ট্রাম্প বলেছিলেন, আমি ভাগ্যবান যে, আমার শরীরে সেরা জিন রয়েছে।
তবে এখন বোর্নস্টেইন বলেছেন, তাকে যেভাবে বলা হয়েছে, তিনি শুধু সেভাবে ওই চিকিৎসা সনদটি বানিয়েছিলেন। সেটি তার পেশাদার বিশ্লেষণ ছিল না।
তবে তার এই বক্তব্যের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।
বোর্নস্টেইন আরও বলেছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দেহরক্ষী একদিন তার অফিসে এসে `অভিযান চালিয়ে` তার চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে গেছে। কিন্তু কেনও এতদিন পরে ট্রাম্পের সাবেক এই চিকিৎসক এখন এই দাবি করছেন, তা পরিষ্কার নয়।
গত জানুয়ারিতে মানসিক সুস্থতা নিয়ে বিতর্কের জের ধরে তিন ঘণ্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তার হোয়াইট হাউজ চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, তার মস্তিষ্কের দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।
তথ্যসূত্র: বিবিসি।
একে// এসএইচ/
আরও পড়ুন