ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সামরিক প্লেন দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৩ মে ২০১৮ | আপডেট: ০৮:৫৭, ৩ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলের একটি সামরিক কার্গো প্লেন দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন বলে জানা গেছে।
বুধবার ২ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সাভানাহের স্থানীয় এয়ারপোর্টের কাছে মহাসড়কের পার্শ্ববর্তী সমতলভূমিতে এ দুর্ঘটনা ঘটে।
কার্গো প্লেনটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে।
সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত প্লেনটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে।
জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর এক বিবৃতিতে বলেন, বিমানটিতে পাঁচজনই ছিলেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি