ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে ইহুদীদের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড; আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

লন্ডনে ইহুদীদের একটি অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০ ব্যক্তি আহত হয়েছেন। লন্ডনের স্ট্যামফোর্ড হিল এলাকায় এই ঘটনা ঘটে।

ইহুদী ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইয়েশিভা ওয়ার্ল্ডের বরাত দিয়ে বিবিসি জানায়, ল্যাগ ওমার নামক ইহুদী ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে ‘বনফায়ার’ করার জন্য আগুন  জ্বালালে সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।

শহরটির পুলিশ জানিয়েছে যে, ১০ জন আহত হলেও তাদের কেউই গুরুতর অবস্থায় নেই। এছাড়াও হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি।

অগ্নিকান্ডের পর হাটজোলা নামক একটি স্বেচ্ছাসেবী জরুরী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও শহরের দমকল বাহিনী দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি