ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিজেপিমুক্ত ভারত দেখতে চাই না: রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ৩ মে ২০১৮

দরজায় কড়া নাড়ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনি প্রচারে বর্তমানে কর্ণাটকে রয়েছেন ৪৭ বছর বয়সী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কর্ণাটকে নিজেদের আধিপত্য ধরে রাখতে যেমন মরিয়া কংগ্রেস, তেমনই বিজেপি। 

একদিকে যেমন বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচারে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।অন্যদিকে প্রচারে গতি এনেছে কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলগুলি।

সম্প্রতি একটি সভায় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী নির্বাচনে কংগ্রেসমুক্ত ভারত দেখতে চান তিনি। তার কথার প্রতি উত্তরে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ``বিজেপি কংগ্রেসমুক্ত ভারত দেখতে চাইলেও, আমি বিজেপিমুক্ত ভারত দেখতে চাই না।``

ভারতীয় এক সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাত্কারে রাহুল গান্ধী বলেন, আমি বিজেপিমুক্ত ভারত চাই না। তার বদলে আমি তাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করে জিততে চাই।

তিনি বলেন, যারা একদিন কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলগুলি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারাই এখন সেখান থেকে ফিরে আসার কথা ভাবছেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি