ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেগানের বিয়ের পোশাকের দাম কত জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৫ মে ২০১৮ | আপডেট: ১৩:১০, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজকীয় বিয়ে বলে কথা। তাও যদি হয় গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি শাসন করা ব্রিটিশ রাজপরিবারের বিয়ে, তাহলে তো বাড়তি আকর্ষণ থাকেই। তাই তো রাজকীয় বিয়ের মহারাজকীয় পোশাক নিয়ে এরইমধ্যে আন্তর্জাতিক মাধ্যমে ধুম পড়েছে।

আগামী ১৯ মে সেই (লাক্সারিয়াস) অভিজাত পোশাক পড়বেন মেগান মের্কেল। বিখ্যাত ব্রিটিশ নকশাকার (নারী পোশাক) র‌্যালফ ও রুশো এ পোশাক তৈরি করেছেন।

বহুমুখী রয়েল ও ফ্যাশন ইন্ড্রাস্ট্রি র‌্যালফ এন্ড রুশো জানিয়েছে, তারা দুটি রাজকীয় পোশাক তৈরি করছেন। এর একটি আগামী ১৯ মে মেগান মের্কেল পরিধান করবে বলে জানা গেছে।

রয়েল পরিবারের ৬০০ অতিথির সামনে এই গাউন পরে মেগান হাঁটবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, রয়েল পরিবারের এ অনুষ্ঠানের বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ উপভোগ করবে বলেও ধারণা করা হচ্ছে।

রয়েল পরিবার সূত্র জানিয়েছে, ওই গাউনের দুই হাতেই দৃষ্টিনন্দন সেলাইয়ের কাজ করা হয়েছে। তা ছাড়া লম্বা অংশ মাটি জুড়ে রয়েছে।

জানা গেছে মেগানের বিয়ের পোশাকের সব খরচ দিবে প্রিন্স হ্যারিস। এই বিয়েকে ‘ওয়েডিং অব দ্য ইয়ার’ বলে ঘোষণা করা হয়েছে।

রয়েল পরিবারের সূত্রমতে বিয়ের পরপরই কোনো ধরণের হানিমুনে যাচ্ছেন না মের্কেল। আগামী গ্রীস্ম পর্যন্ত হানিমুনের জন্য তারা অপেক্ষা করবেন বলে জানা গেছে। মের্কেলের বয়স ৩৩ বছর। অন্যদিকে মেগানের বয়ষ ৩৬ বছর।

এদিকে মের্কেলের পোশাকের বিষয়ে জানা গেলেও একেবারে নিশ্চুপ প্রিন্স হ্যারি। কারণ হ্যারি নাকি চায়, বিয়ের দিন সবাইকে বিস্ময় উপহার দিতে। আর তাই গোপন রাখা হচ্ছে হ্যারির পোশাকের বিষয়টি।

জানা গেছে দ্বিতীয় সংবর্ধনায় মেগান অন্য আরেকটি পোশাক পরবেন। উয়িন্ডসর গ্রান্ত পার্কে সন্ধ্যার সংবর্ধনায় প্রিন্স চার্লসের দেওয়া কালো টাইঘেরা পোশাক পরবেন তিনি।

ব্রিটিশ কোম্পানি বারবারি এবং প্রর প্রধান নকশাকার ক্রিস্টোফার বেইলি এই পোশাকটি তৈরি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মেইল অনলাইন

এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি