রুহানি চাইলেও আফরিন ছাড়ছে না তুরস্ক
প্রকাশিত : ১৬:০৩, ৫ মে ২০১৮
ইরান চাইলেও সিরিয়ার আফরিনে এখনই অপারেশন অলাইভ ব্রাঞ্চ বন্ধ করছে না তুরস্ক। আফরিন থেকে ওয়াইজিদি ও কুর্দী যোদ্ধাদের একেবারে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত সেখান থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তুরস্ক।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের এক মুখপাত্র এমন ঘোষণা দিয়েছেন। এরদোগানের মুখপাত্র ইব্রাহিম খালিক বলেন, তুর্কী অভিযান কেবল আফরিন-ই নয়, বরং তাল রিফাত এলাকায়ও চলতে থাকবে। সাধারণ মানুষজনকে নিরাপদ করার আগ মুহূর্ত পর্যন্ত এ অভিযান চলবে বলেও ঘোষণা দেন তিনি।
গত ৪ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তুরস্ক, রাশিয়া ও ইরানের ত্রিপক্ষীয় সম্মেলন চলাকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এরদোগানকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহাদের আহ্বান জানান। রুহানির আহ্বানে সাড়া দিয়ে তুরস্ক দেশটি থেকে সেনা প্রত্যাহার করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন,‘সিরিয়াকে নিরাপদ করার আগ পর্যন্ত অভিযান চলবে।’
বৈঠকে হাসান রুহানিকে তুর্কী প্রেসিডেন্ট আফরিনে তাদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছেন জানিয়ে ইব্রাহিম বলেন, সেখানে স্থিতিশীলতা আনয়নে ফ্রি সিরিয়ান আর্মি ও সাধারণ মানুষদের সহায়তা করতেই তুরস্ক সেখানে অবস্থান করবে।
সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/
আরও পড়ুন