ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন মুন
প্রকাশিত : ১৯:৩৭, ৫ মে ২০১৮
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। শনিবার দক্ষিণ কোরিয়ার ব্লু-হাউজ এ কথা জানায়।
ট্রাম্পের আমন্ত্রণে ডিপিআরকে-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা বৈঠকের প্রাক্কালে আগামী ২২ মে মুন ওয়াশিংটন যাচ্ছেন। মে মাসের শেষ দিকে বা জুন মাসের প্রথম দিকে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠানের আভাস পাওয়া যাচ্ছে।
ব্লু-হাউজ জানায়, মুন ও ট্রাম্পের মধ্যে এই আলোচনায় আসন্ন ডিপিআরকে ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠকের সফল প্রস্তুতির উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
কেআই/টিকে
আরও পড়ুন