ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে কয়লা খনির বিস্ফোরণে নিহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৬ মে ২০১৮ | আপডেট: ১০:০৯, ৬ মে ২০১৮

পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভূগর্ভস্থ ওই খনিতে গ্যাস বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার পূর্বের শহর মারওয়াহয় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কতৃপক্ষের কর্মকর্তা জাওয়াইদ শাহওয়ানি বার্তা সংস্থা এএফপিকে জানান, “ওই কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণ হলে খনির ছাদ ধসে পরে। এতে ১৬ জন নিহত হন। আহত হন ৯ জন”। আহতদের অন্তত ২ জনের অবস্থা গুরুতর বলে জানান এই কর্মকর্তা।

তবে নিহতদের মৃতদেহ উদ্ধারে বেশ সময় লাগবে বলেও জানান শাহওয়ানি। তিনি বলেন, “দেহগুলো মাটির অনেক নিচে। তাই উদ্ধারে সময় লাগবে। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি”।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানায়, এই খনিতে কাজ করা শ্রমিকদের বেশিরভাগই একই গ্রামের অধিবাসী। খাইবার পখতুন প্রদেশের শাংলা জেলার একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা।

পাকিস্তানে খনির বিস্ফোরণ নতুন কোন ঘটনা নয়। বেলুচিস্তান প্রদেশ প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ একটি অঞ্চল। তবে এসব অঞ্চলের খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে এখনও।

এই অঞ্চলে ২০১১ সালেও খনিতে গ্যাস বিস্ফোরণে ৪০ জনের বেশি শ্রমিক নিহত হয়েছিলেন।

তথ্যসূত্র: বিবিসি।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি