ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এক দশক পর লেবাননে নির্বাচন, ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৬ মে ২০১৮

২০০৯ সালের পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লেবাননে। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম চলবে স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত। প্রায় এক দশক পর নির্বাচন হওয়াতে দেশটিতে এই নির্বাচন বেশ গুরুত্ব পাচ্ছে।

চার বছর মেয়াদে ২০০৯ সালে নির্বাচন হলেও দুই দফা দেশটির সংসদ তার মেয়াদ বাড়ায়। নির্বাচনী নীতি সংস্কার এবং প্বার্শবর্তী সিরিয়ায় চলমান সংকটের কারণে এর আগের দুই নির্বাচন পিছিয়েছিল দেশটির সরকার।

নির্বাচনী আসন কমিয়ে ভোটিং ব্যবস্থায় পরিবর্তন এনেছে দেশটির সরকার। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী লেবাননীরাও বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এই নির্বাচনে। ইতোমধ্যে, গত সপ্তাহে প্রবাসীদের ভোট সংগ্রহ করা হয়েছে।

এবারের নির্বাচনে নির্বাচনী আসন ১২৮টি।

দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থান সংসদে আরও সুদৃঢ় হতে পারে এবারের নির্বাচনে।

লেবাননের রাজনীতিতে ধর্মীয় প্রভাব বেশ জোড়ালো। খ্রিস্টানদের সঙ্গে মুসলিম নেতাদের ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠন করতে দেখা যায় লেবাননে। খ্রিস্টান এবং মুসলিম প্রতিনিধিদের জন্য আসন বন্টনও করা থাকে সংসদে।

দেশটিতে বিদ্যমান আইন অনুযায়ী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদের স্পিকারকে অবশ্যই নির্দিষ্ট ধর্মীয় দলের হতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, লেবাননের সকল ভোট কেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে তারা।

ধারণা করা হচ্ছে, দেশটির অর্থনীতির উন্নয়ন এবং সিরিয়া থেকে পালিয়ে আসা হাজার হাজার শরণার্থী ইস্যু মোকাবেলা নতুন সরকারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাচনের ফলাফল আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার পূর্ণাঙ্গ আকারে প্রকাশ হতে পারে।

সূত্র : বিবিসি।

/ এসএইচএস / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি