ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ব্রিটিশ সুন্দরীদের হৃদয় ভেঙে মেগানে মজেছেন হ্যারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৬ মে ২০১৮

ব্রিটেনের অসংখ্য সুন্দরীর হৃদয় ভেঙে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মেগান মারকেলকে বিয়ে করতে যাচ্ছেন প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি। চলতি মাসের ১৯ তারিখেই এ জুটির বিয়ে। ‘অবশেষে’ বলা হল এই কারণে যে, মেগানের আগে বহু তরুণীর প্রেমে পড়েছেন হ্যারি।

এসব তরুণীর বেশিরভাগই তার নিজের দেশের এবং অভিজাত ও ডাকসাইটে সুন্দরী। কিন্তু তাদের কারও সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা চিন্তা করেননি হ্যারি।

সারা ব্রিটেনে এখন একটিই প্রশ্ন- ব্রিটেনের অভিজাত নীলনয়না ‘হরিণীদের’ ছেড়ে ৩৩ বছরের হ্যারি কেন ৩৬ বছরের একজন মার্কিন অভিনেত্রীর প্রেমে মজলেন?

সুদর্শন হ্যারির এমন কাণ্ডজ্ঞান নিয়ে ইতিমধ্যে অনেক গবেষণাও করে ফেলেছেন রাজপরিবারের শীর্ষ ইতিহাস লেখকরা। তাদের মতে, এর পেছনে কাজ করেছে হ্যারির জটিল মনঃস্তত্ত্ব।

২০১৬ সালের জুলাই। এক মনোরম সন্ধ্যায় মেগানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হ্যারির। এ সাক্ষাতের ব্যবস্থা করেন উভয়ের বন্ধু ফ্যাশন ডিজাইনার মিশা নোনু।

সেই সন্ধ্যাবেলায় দুজনের ফোন নম্বরের বিনিময়। পরবর্তী কয়েক দিনে মেগানের ফোন হ্যারির টেক্সট মেসেজে সয়লাব হয়ে যায়। এর পর আরও দুবার দেখা করেন হ্যারি ও মেগান।

প্রথম তিনবারের সাক্ষাতেই হ্যারি বুঝে যান, তিনি এতদিন ধরে যাকে খুঁজছেন তাকেই পেয়ে গেছেন। এর পরই আফ্রিকার দেশ বতসোয়ানায় তার সঙ্গে ছুটি কাটাতে মেগানকে প্রস্তাব দেন হ্যারি।

এতদিনে একবারের তালাকপ্রাপ্ত মেগান বুঝে গেছেন, তিনি তার আদর্শ মানুষটিকে খুঁজে পেয়েছেন। তাই হ্যারির সঙ্গে বতসোয়ানায় ছুটি কাটাতে যান তিনি। সেই থেকে একসঙ্গেই সময় কাটাচ্ছেন এ জুটি। মেগানের সঙ্গে সাক্ষাতের কিছু দিন আগেই যে তরুণীর সঙ্গে হ্যারি প্রেম করেছেন, তিনি হচ্ছেন ব্রিটেনের রিচমন্ডের মেয়ে রেবেকা উডহেড।

তাই এখন ব্রিটেন জুড়ে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে নিয়ে কথা হচ্ছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি