ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কার হচ্ছে সুইডিশ একাডেমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

অভ্যন্তরীণ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা সুইডিশ একাডেমি। যৌন হয়রানি ও তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পর সুনাম পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিতের ঘোষণা দেয় একাডেমি।  

একাডেমির ওই কেলেঙ্কারি ও অভিযোগ নোবেল সাহিত্য পুরস্কারের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। শুক্রবার ওই বিবৃতিতে একাডেমির অন্তর্বর্তী সেক্রেটারি অ্যান্ডার্স ওলসন বলেন, পরবর্তী নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার আগে একাডেমির ওপর মানুষের আস্থা পুনরুদ্ধার করা জরুরি।

গতকাল শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, একাডেমির সংকট নোবেল পুরস্কারকে ভীষণভাবে প্রভাবিত করেছে। একাডেমির সিদ্ধান্ত বিদ্যমান পরিস্থিতি তাদের গুরুত্বের সঙ্গে নেওয়ারই প্রতিফলন এবং এটি নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি সুনাম রাক্ষার কবচ হিসেবে কাজ করবে।

সূত্র: রয়টার্স

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি