ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কোনো প্রার্থীই যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না: মিশেল ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৬ মে ২০১৮

যুক্তরাষ্ট্র রক্ষায় কোন অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্ষ্ট লেডি মিশেল ওবামা।

অনেকেই ধারণা করছেন মিশেল ওবামা হয়তো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। তার এই আহ্বান সে ধারণাকে নাকচ করে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

লস এঞ্জেলেসে শনিবার ইউনাইটেড স্টেট অব উইমেন সামিটে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্ষ্ট লেডিকে একজন রক স্টারের মতোই অভিনন্দিত করা হয় ।  এতে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিল।

মিশেল বলেন, ‘এটা কোন বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো।’

তিনি নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের রক্ষায় আমরা কোন একক ব্যক্তির জন্য অপেক্ষা করবো না। আমরা বারাক ওবামাকে ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেন নি।’

অনুষ্ঠানে অভিনেত্রী জেন ফন্ডা ও মি টু আন্দোলনের নেত্রী তারানা ব্রুক বক্তব্য রাখেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি