ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ উদ্ধার ৪৭৬ অভিবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৭ মে ২০১৮ | আপডেট: ১৬:২৭, ৭ মে ২০১৮

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৪৭৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্পেনের কাছে উপকূল থেকে এবং লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ইউরোপগামী এদের উদ্ধার করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এদের উদ্ধার করেন। রোববার প্রঅ্যাক্টিভা ওপেন আর্মস নামে স্পেনভিত্তিক সংগঠনটি এদের উদ্ধার করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, লিবিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

মানব পাচারকারী ও তারা পৃথক নৌকায় ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন। ভূমধ্যসাগরের মাঝখানে তাদের নৌযানের ইঞ্জিন খুলে নেয় পাচারকারীরা এবং চলে যায়।
১৫টি ছোট নৌকায় করে এরা পাড়ি দিচ্ছেল। তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্র ও শনিবার এই ৪৭৬ অভিবাসীকে উদ্ধার করে স্পেনের সমুদ্র উপকূলবর্তী উদ্ধারকারী দল। তারা আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। 

জাতিসংঘ বলছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬১৫ জন অভিবাসী মারা গেছেন। মোট ২২ হাজার ৪৩৯ জন ইউরোপে পৌঁছেছেন।

তথ্যসূত্র: এপি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি