ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের কারণেই বাবা-মাকে পাশে পাচ্ছেন মেগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাবা-মায়ের বিয়ে ভেঙে গিয়েছিল সেই ছোটবেলায়। এক সঙ্গে দুইজনকে পাননি বহু কাল। এ বার তার বিয়ে উপলক্ষে মা-বাবা দুইজনেই উড়ে আসছেন লন্ডনে। সংবাদমাধ্যমের কাছে এই খুশির খবর জানিয়েছেন মেগান মার্কল।

বিয়ের কয়েক দিন আগেই লন্ডনে পৌঁছে যাবেন ডোরিয়া রাগল্যান্ড ও টমাস মার্কল। মেয়ের হবু শ্বশুরবাড়ির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নেওয়াই উদ্দেশ্য। সেই জমায়েতে উপস্থিত থাকবেন রানি দ্বিতীয় এলিজাবেথও, জানান হ্যারির মুখপাত্র জেসন নফ।

বিয়ের আগের রাতে অবশ্য মেগান আর রাজপরিবারের সঙ্গে থাকবেন না। লন্ডনের কোনও এক বিলাসবহুল হোটেলে সুইট বুক করা হয়েছে। তবে হোটেলের নাম গোপন রাখা হয়েছে। মায়ের সঙ্গে সেই হোটেলে রাত কাটাবেন মেগান। এর পর ১৯ মে, বিয়ের দিন সকালে গাড়ি এসে মেগান ও তার মাকে উইনসর কাসলে নিয়ে যাবে। সেখান থেকে বাবার হাত ধরে সেন্ট জর্জ’স চ্যাপেলে যাবেন মেগান।

মেগানের মুখপাত্র নফ বলেন, বাবা-মাকে পাশে পেয়ে খুব খুশি মেগান। তার বন্ধুরাও হাজির থাকছেন রাজবাড়ির বিয়েতে। তবে বিয়েতে কাউকে ‘মেড অব অনার’ করবেন না মেগান। কারণ, সবাইকে তো করা সম্ভব নয়। আর কোনও বন্ধুকে দুঃখ দিতে চান না মেগান।

মা নেই, কিন্তু মায়ের পরিবারকে পাশে চান হ্যারিও। তিন ভাইবোনই তাই হাজির থাকবেন হ্যারির বিয়েতে। দাদার বিয়েতে ‘বেস্ট ম্যান’ হয়েছিলেন হ্যারি। এ বারে তাই তার বিয়েতে দাদা উইলিয়ামই ‘বেস্ট ম্যান’ হবেন। রাজবাড়ির বিয়ে নিয়ে এমনই সব জল্পনা চলছে। তবে সবটা চাক্ষুষ করতে আরও দু’সপ্তাহের অপেক্ষা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি