আরব আমিরাতে একটি পার্কে অগ্নিকাণ্ড
প্রকাশিত : ১৯:৪৭, ৭ মে ২০১৮
আরব আমিরাতে একটি পার্কে অগ্নিকাণ্ডের পর ১৭৬ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আল ওয়ারডোড কিন্টারগার্ডেনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটামাত্র উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। এরপরই দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্য, অ্যাম্বুলেন্স, চিকিৎসকরা সেখানে পৌঁছায়।
কয়েক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরের উপপরিচালক আলী আল মাহবুবি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: গালফ টাইমস
এমজে/
আরও পড়ুন