ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

‘মাহাথিরকেই নির্বাচিত করো,’ শত্রুর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৮ মে ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও ক্ষমতায় আনতে নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টা আগে জনগণকে আহ্বান জানিয়েছেন দেশটির কারাদণ্ডপ্রাপ্ত ও বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম সারা জীবন মাহাথির মোহাম্মদের বিরোধীতা করে আসছিলেন। দুই নেতার সম্পর্ক এমন ছিল যে, অনেকেই এটাকে সাপে-নেউলে সম্পর্ক বলে অভিহিত করতেন।

এদিকে দুর্নীতির অভিযোগে পর্যুদস্ত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার কোয়ালিশন জোট-ব্রেইসান ন্যাশনাল (বিএন) মালয়েশিয়ায় দীর্ঘ ছয় বছর ধরে শাসন করে আসছেন। তার অধীনে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে প্রায়। এরই প্রেক্ষিতে আবারও রাজনীতিতে সক্রিয় হন আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদ। এবার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তাই পুরানো শত্রু মাহাথির মোহাম্মদকে সমর্থন জানাচ্ছেন ইব্রাহিম। তাই নাজিব রাজাককে ঠেকাতে ইব্রাহিম-মাহাথির এক জোট হয়েই লড়ছেন।

এদিকে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে নাজিবকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হিসেবে তার দুর্বল পারফরমেন্স-ই কাল হয়ে দাঁড়াবে নাজিবের জন্য। এক বিবৃতিতে ইব্রাহিম বলেন, ‘আমি মালয়েশিয়ার সব মানুষকে বলতে চাই, আপনারা সবাই পিপলস’ মুভমেন্ট-এ যোগ দিন। কুয়ালালামপুরের একটি হাসপাতাল থেকে তিনি এই বিবৃতি দেন।

ইব্রাহিম এখনো কারাদণ্ড ভোগ করছেন। তবে গত কয়েকমাস ধরেই তিনি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। সমকামিতার অভিযোগে ২০১৫ সালে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯৮ সালে মাহাথির মোহাম্মদ তাকে উপ-প্রধানমন্ত্রী পদ থেকে বহিষ্কার করেছিলেন।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি