ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আর মনমোহনরা নয়, এবার রাহুল-ই হবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৮ মে ২০১৮

ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। ২০১৯ সালের জাতীয় নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে রাহুল গান্ধীই হবেন দেশটির প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন কংগ্রেস সভাপতি।

এর আগে ২০০৪ সালের জাতীয় নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধানমন্ত্রী হতে পারেননি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী। সে সময় কংগ্রেসের প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়ার আস্থাভাজন মনমোহন সিংকে মনোনয়ন দেয় সোনিয়া। এরপর ২০০৯ সালেও টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে কংগ্রেস। তবে এবারও জাতীয়তা বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেননি গান্ধী পরিবারের বউ সোনিয়া গান্ধী।

জাতীয়তা নিয়ে বিতর্ক থাকায় কংগ্রেস পরিবার দীর্ঘ ৩৪ বছর ধরে প্রধানমন্ত্রী পদ থেকে দূরে রয়েছেন। এই পরিবারের সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন, রাহুল গান্ধীর বাবা রাজিব গান্ধী। ১৯৮৪ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের বার্কলে ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়াকালে রাহুল ঘোষণা দিয়েছিলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে লড়বেন। নরেন্দ্র মোদী আগামী নির্বাচনে পাত্তা পাবে না বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবেই রাহুল গান্ধী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘কংগ্রেস যদি একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে অবশ্যই আমিই হবো দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। এসময় বিজেপিকে খোচা দিয়ে তিনি বলেন, আমি যদি বলি আগামী নির্বাচনে মোদীজি জিতবেন। তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে আপনারা আমার মন্তব্য নিয়ে ঠাট্টা করবেন। কারণ ২০১৯ সালের পর বিজেপি আর ক্ষমতায় থাকছে না।

এদিকে রাহুল গান্ধীর জবাবের কড়া সমালোচনা করেছেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালভিয়া। টুইটারে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘রাহুল গান্ধী ২০১৯ সাল নিয়ে স্বপ্ন দেখছেন। তারমানে কংগ্রেস কি কর্নাটকের আশা ছেড়ে দিয়েছে? যদি সে সেটা পূর্বানুমান করেই থাকে, তাহলে কংগ্রেসের আগামী নির্বাচনে ভরাডুবি হবে এটা নিশ্চিত।

এদিকে কর্নাটক নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বের কড়া সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, বিজেপি তার হারানো দুর্গ ফিরে পেতে যাচ্ছে। তবে সোনিয়া গান্ধীও ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। আর স্বপ্ন বাস্তবায়ন হলে দীর্ঘ ৩৪ বছল পর রাহুলই হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি