ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্যারিসে নগ্নবাদের নতুন অধ্যায়    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৮ মে ২০১৮

ফ্রান্সে এবারই প্রথম কোনও জাদুঘর নগ্নবাদীদের বিচরণের সুযোগ করে দিল। গত শনিবার ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী প্যারিসের প্যালে দো টোকিওতে। সব মিলিয়ে জাদুঘরটিতে হাজির হয়েছিলেন প্রায় ২০০ নগ্ন দর্শনার্থী।

প্যালে দো টোকিও ফ্রান্সের রাজধানীতে আইফেল টাওয়ারের কোল ঘেঁষে অবস্থিত। জাদুঘর কর্তৃপক্ষ গত মার্চে বিশেষ এই প্রদর্শনীর ঘোষণা দেয়। ঘোষণার দুদিনের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট।   

গত শনিবার দর্শনার্থীরা জাদুঘরজুড়ে জন্মদিনের পোশাকে ঘুরে বেড়াচ্ছিলেন। উপভোগ করছিলেন সমকালীন নানা চিত্রকলা। শুধু সমকালীন চিত্রকলাই উপভোগ করেননি সেদিনের ওই দর্শনার্থীরা। জাদুঘরের ছাদে তাদের জন্য ছিল পানাহারের বিশেষ আয়োজন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন প্যারিস ন্যাচারিস্টস অ্যাসোসিয়েশন। ওই প্রদর্শনীর পর টুইটারে তারা লিখেছে, ‘এটি ছিলো স্মরণীয় একটি দিন। এর ফলে নগ্নতাবাদের নতুন অধ্যায় উন্মোচিত হলো।’

প্রসঙ্গত, প্যারিসে কোনও বিশেষ এলাকায় নগ্ন মানুষের পদচারণ এবারই প্রথম নয়। গত বছর শহরটির পূর্বাঞ্চলীয় উদ্যান বোয়া দে ভেনসেনকে ‘নগ্নদের এলাকা’ ঘোষণা করা হয়। শহরটিতে এ ধরনের পদক্ষেপ ছিলো সেটাই প্রথম।

সূত্র: এএফপি

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি