ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আবারও ইবোলার হানা: কঙ্গোতে ১৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ৯ মে ২০১৮

আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও আঘাত হেনেছে মহামারি ইবোলা। এ পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা মারাত্মক ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষাগারে ২১ জন রোগীকে পরীক্ষা করে এ পর্যন্ত দুইজনের শরীরে ইবোলা ভাইরাস পাওয়া গেছে। দেশটির বিকোরো শহরের বেশ কয়েকজন রোগী তীব্র জ্বরে ভোগছে। এরপরই তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২১ জনকে ল্যাবরেটরিতে পাঠানো হলে, দুজনের শরীরে ইবোলা ভাইরাস পাওয়া যায়।

স্বাস্থ্য কর্মীরা প্রথমে ৫জন সন্দেহভাজন ইবোলা ভাইরাস আক্রান্ত রোগীর স্যাম্পল সংগ্রহ করেন। জানা গেছে, গত ৫ সপ্তাহে জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দেশ আরেকটা মহামারির সামনে দাঁড়িয়ে। আন্তর্জাতিক সতর্কতাও জারি করেছে দেশটি।

উল্লেখ্য, ২০১৩-২০১৬ সালের মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ গায়ানা, সিয়েরা লিওন ও লেবাননে অন্তত ১১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি