ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সমঝোতায় রাজি ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৯ মে ২০১৮

পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই পশ্চিমা শক্তিগুলো এর নিন্দা জানিয়েছে। শুধু তাই নয় যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও তারা দেশটির সঙ্গে সমঝোতা রক্ষা করেই চলতে চায় বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ত্রয়ী শক্তি। এরপরই ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘ইরান পরমাণু চুক্তির অন্য শরিকদের সঙ্গে নিয়ে শান্তির পথে পা বাড়াতে পারবে।

মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার জবাবে রুহানি আরও বলেন, ‘আমরা যদি বাকি শক্তিগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে চুক্তির লক্ষ্য অর্জন করতে পারি, তাহলে চুক্তিটি অব্যাহত থাকবে। অন্যথায় আমাদেরকে নতুন করে ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যে রাশিয়া, চীনা ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতা করতে পররাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। আগামী সপ্তাহের মধ্যেই দেশগুলোর সঙ্গে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষমত হবো। আর আমরা যদি এটা করতে সক্ষম হয়, তাহলে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সব পক্ষ-ই লাভবান হবে।

রুহানি আরও বলেন, ‘আমরা আগামী কয়েক সপ্তাহ এ বিষয়ে আলোচনা ও পরামর্শ করব। এরপর যদি আমাদের স্বার্থ নিশ্চিত না হয় তাহলে আমরা সুস্পষ্ট পথ বেছে নেব।’ এসময় রুহানি যুক্তরাষ্ট্রের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই চুক্তি ভঙ্গ করে আসছে। তবে জাতিসংঘের পর্যবেক্ষক দল নিশ্চিত করে আসছে যে, তেহরান সব সময় চুক্তি মেনে চলেছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান চুক্তি মেনে চললে তাঁরা ইরানের পাশে থাকবেন বলে জানান। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর ইরানকে সংযত থাকতে উৎসাহী করব আমরা। ইরান অবশ্যই চুক্তিতে উল্লেখিত শর্তগুলো মেনে চলা অব্যাহত রাখবে। নিয়ম মেনে সময় মতো সর্বোচ্চ সহযোগিতা করবে।’

সূত্র: গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি