ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় নিজেদের জয়ের দাবি মাহাথিরের    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৯ মে ২০১৮ | আপডেট: ২২:৩৮, ৯ মে ২০১৮

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে নিজ দল পাকাতান হারাপান বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন দলটির প্রধান মাহাথির বিন মোহাম্মদ। আর সরকারের চাপে সেই ফলাফল নির্বাচন কমিশন ইচ্ছা করেই ঘোষণা করছে না বলেও অভিযোগ তোলেন আধুনিক মালয়েশিয়ার জনক বলে পরিচিত মাহাথির।

আজ মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ইতোমধ্যে ভোট গণনাও শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা বাকি। আর এখানেই নির্বাচন কমিশন গড়িমসি করছে বলে জানিয়েছে অতীতে দীর্ঘ ২৫ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতা। 

রাজধানী কুয়ালালামপুরের হোটেল শেরাটনে নির্বাচন কাভার করতে আসা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, "এটা খুবই গুরুতর বিষয়। আর এটা মোটেও মিথ্যা খবর না। এই সত্য বলার জন্য আপনারা আমাকে আদালতে নিতে পারেন না”।

তিনি বলেন যে, নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য যে, ফরম-১৪ সই করতে হয় নির্বাচন কমিশন সেই ফরমে স্বাক্ষর করছে না। আর এর ফলেই নির্বাচনের ফল ঘোষণা নিয়ে সরকার গড়িমরি করছে বলেও জানান তিনি।

ইতোমধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া উচিত মন্তব্য করে সরকার গঠনের জন্য দরকারি ১১২টি আসনে তার দল ইতোমধ্যে জয় নিশ্চিত করেছেন বলে উপস্থিত সাংবাদিকদের বলেন তিনি।  

“আমরা বুঝতে পেরেছি যে, আমরা কার্যত দরকারি আসনের চেয়ে বেশি পেয়েছি। আর আমাদের বিরোধিরা এর থেকে অনেক পিছিয়ে আছে। তারা এতটা পিছনে যে আমাদেরকে তারা স্পর্শও করতে পারবে না”- বলেন মাহাথির।  

কেদাহ, সেলাঙ্গর, পেনাং, মেলাকা, নেগেরি সেমবিলান এবং জহর এই ছয়টি রাজ্যে ইতোমধ্যে জয় নিশ্চিত করেছে পাকাতান হারাপান।  

সূত্রঃ দ্য স্টার

//এস এইচ এস//এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি