ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নিজের আসনে জয় পেয়েছেন মাহাথির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ৯ মে ২০১৮

মালয়েশিয়া ১৪তম সাধারণ নির্বাচনে লাংকাউইতে নিজের আসন ধরে রেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহামাদ্দ। ত্রীমুখি লড়াইয়ে লাংকাউই সংসদ আসনে বারিসান ন্যাশনালের প্রার্থী দাতুকে ইর নওয়াবী আহমদ ও পিএএস`র প্রার্থী জাবির আহমদের বিরুদ্ধে তিনি এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ল্যাংকাউই`র আসনটি মূলত উম্মো`র দুর্গ হিসেবে পরিচিত। ল্যাংকাউইতে তৃণমূল থেকে উমেনার দৃঢ় সমর্থন রয়েছে। সেই দূর্গ ভেঙে ১৪তম সাধারণ নির্বাচনে ড. মাহাথির মোহামাদ্দের দল পেটান হারপান (পিএইচ) জয় লাভ করেছেন।


এইই আসনটি জয় করার ক্ষমতা সম্পর্কে দলের অনেক ব্যক্তি ছিলেন চরম দু:শ্চিন্তার মধ্যে। কিন্তু সেই দু:শ্চিন্তাকে দূরে ঠেলে বিজয়ীরবেশে ফিরেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ।

এদিকে, ক্ষমতাসীন দলের পরাজয়ের কারণ হিসেবে অভিজ্ঞ মহল মনে করছেন, মাহাথিরের জনপ্রিয়তা, সরকারের বিভিন্ন রকমের অর্থ কেলেংকারি, দুর্নীতি, জিএসটি ও নাগরিক সুবিধা বঞ্চিত`র কারণে তাদের এই পরাজয়। তারা আরও বলেন, মাহাথিরের ২২ বছরে দেশের উন্নয়ন ও অর্থনীতি অনেক ভালো ছিল। তখন দ্বীপ এলাকার মানুষের ব্যয় সংকোচন ছিল, কিন্তু এখন একই পরিমাণ অর্থ তেমন কিছুই হয় না।

হোটেলে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত রোসলি বলেন, জি এইচ ১৪ জয়ী ব্যক্তিরা ল্যাংকাউইতে কর্মসংস্থানের সুযোগটি কাটিয়ে উঠতে এবং জনগণের জন্য উচ্চমূল্য কমিয়ে উঠার জন্য একটি ভাল সমাধান থাকা উচিত। যেই সমাধানটা হয়তো আধুনিক মালয়েশিয়ার পথপ্রদর্শক ড. মাহাথির মোহাম্মদ পারবেন।

উল্লেখ্য, ল্যাংকাউইতে ৪২,৬৯৭ জন ভোটার রয়েছে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি