ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আবারও গোপন বৈঠকে কিম-শি জিনপিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১০ মে ২০১৮

আবারও কোনো আনুষ্ঠানিক বার্তা ছাড়াই চীন সফর করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আন্তর্জতিক মহলে উত্তেজনা ছড়িয়ে মঙ্গলবার গোপন বৈঠকে মিলিত হয়েছেন কিম ও চীনা প্রধান শি জিনপিং। সোমবার ও মঙ্গলবার চীনে একটি গোপন বৈঠকে বসেছিলেন তারা। বিষয়টি স্বীকার করেছে বেইজিং।

এর আগে এপ্রিল মাসে কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে বৈঠক করেন। তার আগেই তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। দুই মাসেরও কম সময়ের মধ্যে কিম ও শি জিনপিং এই নিয়ে দুবার বৈঠক করলেন।
এদিকে, মাসখানেকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। এর আগে কিমের সঙ্গে শি জিনপিং-এর এই বৈঠক কূটনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। কিন্তু এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
কিম ও শি জিনপিং মঙ্গলবার চীনের বন্দর শহর ডালিয়ানে দেখা করেন। চীনের অন্যতম সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, কিম ডালিয়ানে সোমবার উপস্থিত হন এবং মঙ্গলবার সেখান থেকে চলে যান।

সূত্র : ফক্স নিউজ ও নিউ ইয়র্ক টাইমস 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি