ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মাহাথিরের যৌবন ধরে রাখার রহস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১১ মে ২০১৮

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতার মসনদে বসেছেন  ৯২ বছর বয়সী ডা. মাহাথির মোহাম্মদ। আসছে জুলাই মাসে তার ৯৩ বছর পূর্ণ হবে। তবে এত বছর বয়সে মাহাথিরের যৌবন ধরে রাখার রহস্য কী? এটা অনেকেই জানতে চায়।

মাহাথিরে রাজনীতিতে অভিষেক ১৯৪৬ সালে। সেই থেকে আজকের ২০১৮ সালে তার রাজনীতির বয়স ৯২। এর মধ্যে সরকার প্রধান ছিলেন ২২ বছর।

৯২ বছর বয়সেও তিনি কিভাবে এত তরুণ। তিনি কিভাবে তার বয়স ধরে রাখলেন এ নিয়ে কৌতুহল রয়েছে।

তার বয়স সম্পর্কে সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস পত্রিকায় একটা নিবন্ধ বেরিয়েছিল গত বছর। তিনি সেখানে তার যৌবন ধরে রাখার গোপন রহস্যের খবর তুলে ধরেন।

তিনি সেখানে তার যৌবন ধরে রাখার রহস্য উল্লেখ করতে গিয়ে কম ক্যালরির খাবার খাওয়ার কথা বলেন। 

 

এমএইচ/ এসএইচ/

   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি