ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হকি খেলতে মাঠে পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১২ মে ২০১৮ | আপডেট: ০৯:৫৬, ১২ মে ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন আগেই চতুর্থবারের মত শপথ নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। আর এরই মধ্যে তিনি মজেছেন আইস হকিতে।
গত বৃহস্পতিবার রাতে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত নাইট আইস হকি লিগের জমকালো অনুষ্ঠানে হাজির হন পুতিন। সেখানেই পুরোদস্তুর খেলোয়াড় হয়েই নেমে পড়েন মাঠে। শখের বসে নয়, এদিন তিনি পেশাদার খেলোয়াড়দের মতো দিলেন ৫ গোল।


নিজের ঐতিহ্যগত ১১ নম্বর জার্সি পরেই মাঠে নামেন পুতিন। হকি খেলোয়াড়দের পোশাক পড়া পুতিনের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এসময় পুতিনের দলের হয়ে খেলেন রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক বিখ্যাত হকি খেলোয়াড়।


পুতিনের দলের প্রতিপক্ষ ছিলো এ বছরে নাইট আইস হকি লিগের চ্যাম্পিয়ন লেনিনগার্ড অঞ্চলের ফ্লাগম্যান টিম। ম্যাচে ১২-৭ গোলের জয় পেয়েছে পুতিনের দল। এর মধ্যে পুতিন একাই করেন ৫ গোল।

সূত্র : দি গার্ডিয়ান

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি