ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বন্ধুকে দিয়ে স্ত্রীর শ্লীলতাহানি স্বামীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৩ মে ২০১৮

স্বামীর সঙ্গে বনিবনা হয় না। ডিভোর্সের মামলা চলছে। বদলা নিতে স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, রাস্তার উপর ওই নারীর শ্লীলতাহানি করেন তাঁর স্বামীর বন্ধু। ঘটনাটি ঘটেছে কলকাতার সল্টলেকের বৈশাখী আবাসনের কাছে।

শনিবার সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী। ওই সময় বৈশাখী আবাসনের কাছে তাঁর উপর চড়াও হন স্বামীর বন্ধু ওই যুবক। তাঁকে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে ওই যুবক। ওই নারীর দাবি, স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছে। সেই আক্রোশ থেকেই তাঁর উপর বদলা নিতে এই হামলা ঘটানো হয়।

ওই নারী আরও জানিয়েছেন, অভিযুক্ত যুবক প্রভাবশালী। যেকারণে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন তাঁরা। বাড়িতে বৃদ্ধ মা ও এক সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সূত্র : জিনিউজ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি