ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটেনের শীর্ষ ধনীও চাকরিচ্যুত হয়েছিলেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

৬৫ বছর বয়সী জিম র‍্যাডক্লিফ বর্তমানে ইংল্যান্ডের সব থেকে ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১ বিলিয়ন পাউন্ড। রাসায়নিক পদার্থের ব্যবসা করে এমন ধনী হওয়ার আগে চাকরিচ্যুতও হয়েছিলেন এই ধনকুবের। তবে থেমে থাকেননি। দেশটির অন্তত ১৪৫ বিলিয়নিয়ারকে পেছনে ফেলে তিনিই এখন ইংল্যান্ডের শীর্ষ ধনী ব্যক্তি।

১৯৫২ সালে ম্যানচেস্টারের ফেইলওয়ার্থের ডানকারলে এভিনিউতে জন্ম হয় র‍্যাডক্লিফের। তবে তার পরিবার বসবাস শুরু করেন ইয়র্কশায়ারে। তাকে ভর্তি করা হয় বেভারলি গ্রামার স্কুলে। ছোটবেলায় ফুটবল খেলা খুব পছন্দ করতেন তিনি। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে স্নাতক করেন এই ধনকুবের। কোন মতে টেনেটুনে দ্বিতীয় শ্রেণী নিয়ে স্নাতক শেষ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে র‍্যাডক্লিফ একবার বলেছিলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ফলাফল দেখতে গিয়ে আমি খুব অবাক হয়েছিলেম। এ-লেভেল পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ দেওয়া হতো। যে ৯৯ জন ঐ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পেরেছিল তার একদম তলানীতে ছিল আমার নাম”।

ক্যারিয়ার

বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়ই চাকরি জীবন শুরু করেন র‍্যাডক্লিফ। গ্রীষ্মের ছুটিতে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) জন্য খণ্ডকালীন চাকরী করতেন তিনি।

স্নাতক পাসের পর ঐ প্রতিষ্ঠানেই চাকরি হয় র‍্যাডক্লিফের। তবে মাত্র তিন দিনের মাথায় চাকরি হারাতে হয় তাকে। তার উর্ধ্বতন কর্মকর্তা তার মেডিক্যাল রিপোর্টে ‘হাল্কা এক্সিমা’ লেখা থাকায় তাকে আর চাকরিতে রাখতে চাননি।

তবে থেমে থাকেননি তিনি। একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে শিক্ষানবীশ হিসাবরক্ষক হিসেবে কাজ শুরু করেন। এরপর কাজ করেন এসসো এবং কোর্টাওল্ডসের মত প্রতিষ্ঠানে।

ঘুরে দাড়ানোর গল্প

ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে চাকরি হারানোর বিষয়টি বেশ মনে রেখেছিলেন জিম র‍্যাডক্লিফ। ১৯৯২ সালে নিজ বাড়ি বন্ধক রেখে কিনে নেন বিপি’র কেমিক্যাল অংশকে। ৪০ মিলিয়ন ডলার খরচ হয় তার।

৪৫ বছর বয়সে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রতিষ্ঠান ইনিয়স। এরপরের গল্পগুলো শুধু গৌরবের। ২০ বছরে প্রতিষ্ঠানকে বিশ্বের অন্যতম শীর্ষ এক প্রতিষ্ঠানে গড়ে তুলতে সক্ষম হন তিনি।

সাফল্য চিত্র

আজ রবিবার ইংল্যান্ডের টাইমস ম্যাগাজিনে শীর্ষ ধনী ব্রিটিশদের তালিকায় নিজের নাম সবার ওপরে দেখছেন জ্যাক র‍্যাডক্লিফ। তার মোট সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন পাউন্ডেরও বেশি। ২০১৭ থেকে ১০৮, এই এক বছরেই তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি। গত বছর শীর্ষ ব্যক্তিদের তালিকায় ১৮ নম্বরে ছিলেন র‍্যাডক্লিফ। এবার ১ নম্বরে।

ইনিওসের ৬০ শতাংশ শেয়ারের মালিক র‍্যাডক্লিফ। প্রতি বছর এই প্রতিষ্ঠানটির আয় প্রায় ৪৫ বিলিয়ন পাউন্ড। বিশ্বের প্রায় ২২টি দেশের ১৮১টি শহরে থাকা এই প্রতিষ্ঠানটির অফিসগুলোতে কাজ করছে ১৮ হাজারেরও বেশি কর্মী।

ব্যক্তি জীবন

১৯৮৫ সালে আমান্ডা টওসন নামের এক নারীকে বিয়ে করেছিলেন র‍্যাডক্লিফ। ১৯৯৫ সালে বিবাহবিচ্ছেদের আগে সেই ঘরে ২ ছেলে রয়েছে র‍্যাডক্লিফের। আর দ্বিতীয় স্ত্রী এলিসিয়া তাকে করেছেন কন্যা সন্তানের জনক।

৬৫ বছর বয়সে এসেও নিজেকে এখনও ‘ফিট’ রেখেছেন র‍্যাডক্লিফ। প্রতিদিন নিয়ম করে দৌড়ান। এছাড়াও সাইক্লিং, সুইমিংও করেন এই বিলিয়নিওর।

সূত্র: ডেইলি মেইল

//এস এইচ এস//টিকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি