ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

১৩ বছরের কিশোরের সাথে ২৩ বছরের যুবতীর বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১৩ মে ২০১৮

বিয়ে একটি পবিত্র বন্ধন। অনেকেরই নিজেদের বিয়ে নিয়ে নানান স্বপ্ন থাকে। কিন্তু সেই বিয়ে যদি হয় ১৩ বছরের একটি কিশোরের সাথে ২৩ বছরের একটি মেয়ের, তাহলে? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছেন ভারতে।

ভারতের অন্ধ্র প্রদেশে ২৩ বছরের এক যুবতীকে বিয়ে দেওয়া হয়েছে ১৩ বছরের এক কিশোর ছেলের সাথে। আর এই বিয়ে হয়েছে ছেলে ও মেয়ের উভয় পরিবারের সম্মতিতেই।

গত ২৭ এপ্রিল এই বিয়ে অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হলে টনক নড়ে কর্তৃপক্ষের। তবে বিয়ের পাত্র ও পাত্রীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে, এনডিটিভি জানায়, ছেলের মা শারীরিকভাবে অসুস্থ। আর ছেলের বাবা একজন মদ্যপ। ছেলের মায়ের মৃত্যু হলে তার ছেলের দেখাশোনা যেন কেউ করে সেই চিন্তা থেকেই ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মা। পরে নিজেদের আত্মীয়দের মধ্যে থেকেই ঐ মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় কিশোরের।

এদিকে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে দুই পরিবারের কোন স্বজনদের হদিস পাচ্ছে না স্থানীয় পুলিশ। জেলা কালেক্টর পুলিশকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

//এস এইচ এস//টিকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি