ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সেহরির খাবার পৌঁছে দিতে ড্রোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ১৩ মে ২০১৮

ড্রোনের মাধ্যমে দুবাই শহরে রোজাদারদের কাছে সাহরি পৌঁছে দেওয়া হবে। ঘরে ঘরে সাহ্‌রি পৌঁছে দেওয়ার বিশেষ এ ব্যবস্থা গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাস। রমজান উপলক্ষেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 


দুবাইয়ের কমিউনিটি ডেভেলপমেন্ট অথোরিটি (সিডিএ) জানিয়েছে, তারা মসজিদ ও এর আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে রোজাদারদের কাছে সাহ্‌রি পৌঁছে দেবে। এ কাজে সহায়তা করতে সদাপ্রস্তুত থাকবেন সাত শ স্বেচ্ছাসেবী। তাঁরা চাহিদা মোতাবেক ড্রোন থেকে খাবার নামিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন।চলতি
সপ্তাহ থেকেই ড্রোনগুলোর ব্যবহার শুরু করা হবে।

ড্রোনের নকশাকার খালফান ওবায়েদ বলেন, ‘এটা একটি অভিনব উপায়। যে এলাকায় সাহরি পৌঁছে দেওয়া হবে সে এলাকার ম্যাপ দেওয়া থাকবে। তথ্য অনুযায়ী এটি নির্দিষ্ট জায়গায় সাহ্‌রি পৌঁছে দেবে। ড্রোনগুলো কমপক্ষে ১০ কেজি খাবার বহন করতে সক্ষম হবে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি