ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভারতে ঝড়-বজ্রপাতে নিহত ৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৬:০৪, ১৪ মে ২০১৮

ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। রাজধানী দিল্লীতে প্রচণ্ড ধূলিঝড় এবং বজ্রপাতে বেশ কিছু গাছ এবং দেয়াল ধসে পড়েছে। শুধু তাই নয়, গতকাল বিকালে অকস্মাৎ ধূলিঝড়ে দিল্লীর মহাত্মা গান্ধী বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, নিহতদের মধ্যে উত্তর প্রদেশে ১৮ জন, অন্ধ্র প্রদেশে ৮ জন, তেলেঙ্গানাতে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম বাংলায় ৯ জন এবং দিল্লিতে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রশাসন।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর পশ্চিমে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন "দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তাতে খারাপ লাগছে। কর্মকর্তা নির্দেশ দেয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়"।

এদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়। একজন মুখপাত্র জানিয়েছেন প্রায় ৭০টি মত ফ্লাইট গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এছাড়া দিল্লির মেট্রো সার্ভিসও বিঘ্নিত হয়েছে।

সূত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি