ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ইভাঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৩:৫১, ১৪ মে ২০১৮

জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধতন মার্কিন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বাশী জেরাড কুশনার।

তেলআবিব থেকে জেরুজালেমে ইসরায়েলি দূতাবাস সরানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচনা করেছেল বিশ্ববাসী। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটি।

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ওয়াশিংটন। সোমবার থেকে জেরুজালেমে অন্তর্বতীকালীন দূতাবাস খুলতে যাচ্ছে ওয়াশিংটন। পরবর্তীতে তেল আবিব থেকে জেরুজালেমে সমগ্র দূতাবাস স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন তারা।

ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। অডিও অথবা ভিডিও কোন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বার্তা দিতে পারে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি