ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

লন্ডনের প্রথম নারী ধর্মযাজক মুল্লালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৪ মে ২০১৮

লন্ডনে ১৩৩তম বিশপ হলেন সারাহ মুল্লালি। শনিবার ওই পদে আসীন হন তিনি। লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালের বিশপ করা হয়েছে সারাহকে। তিনি পেশায় এক সময় নার্স ছিলেন। ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মানা হয়৷ নতুন ধর্মযাজকের সাবেক কর্মজীবনকে মাথায় রেখে এই দিনটিতেই তার হাতে চার্চের বিশপের দায়িত্ব তুলে দেওয়া হয়৷

ক্যাথেড্রালের গ্রেট ওয়েস্ট ডোরে নিয়ম অনুযায়ী তিন বার ঠকঠক শব্দ করে ঐতিহ্য পালনের মাধ্যমে দায়িত্ব কাঁধে নেন সারাহ৷ এখন লন্ডনের তৃতীয় সর্বোচ্চ সিনিয়র ধর্মযাজক তিনি৷ দায়িত্ব নেওয়ার পর তিনি বক্তব্যে বেশ কিছু বিষয় তুলে ধরেন।

সারাহ মুল্লালি বলেন, সব অপরাধ ও হিংসার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হবে আমাদের৷ যারা লন্ডন শহরকে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই জরুরি৷

প্রসঙ্গত, একজন নারীর বিশপ হওয়া প্রসঙ্গে ব্রিটেন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল। কেননা একটি পক্ষ বিরোধীতা করে এ অপর পক্ষ এটিতে সমর্থন দেয়। এক পর্যায়ে বিষয়টি তিক্ততার পর্যায়ে পৌঁছে যায়৷ অবশেষে ২০১৪ সালে নারী বিশপের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

তথ্যসূত্র: আরব নিউজ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি