ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজা সীমান্তে পুলিশের গুলিতে আহত ২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৪ মে ২০১৮

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার আগ মুহুর্তে এমন ঘটনা ঘটেছে। গত ছয় সপ্তাহ ধরেই ফিলিস্তিনিরা আন্দোলন চালিয়ে আসছে।

জেরুজালেমে মার্কিন দূতাবাস প্রতিস্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে আসছিল স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এরই ধারাবাহিকতায় তারা সীমান্তবর্তী এলাকায় ঝড়ো হচ্ছিল। ওই সময় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে হামলা চালালে অন্তত ২৮ জন গুলিবিদ্ধ হন।

ইসরায়েল রাষ্ট্রের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্কিনিরা জেরুজালেমে তাদের দূতাবাস খুলতে যাচ্ছে। আগেই ধারণা করা হচ্ছিল, দিনটিতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি সীমান্ত এলাকায় ঝড়ো হতে পারে। এর আগে গাজার মসজিদগুলো থেকে সীমান্ত এলাকায় স্বাধীনতাকামীদের ঝড়ো হতে লাউডস্পিকারে আহ্বান জানানো হয়।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৪৫ জনকে হত্যা করেছে। এ সময়ের মধ্যে কোনো ইসরায়েলি সেনার হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স
এমজে/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি