ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেলানিয়ার কিডনীতে অস্ত্রোপচার সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কিডনীতে অস্ত্রোপচার সম্পন্ম হয়েছে। আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে মেলানিয়া সুস্থ আছেন বলে জানায় হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, কিডনী জনিত সমস্যার কারণে মার্কিন ফার্স্ট লেডীর এই অস্ত্রোপচার করা হয়। তবে কিডনীর সমস্যা তেমন ‘গুরুতর’ নয় বলেও ঐ বিবৃতিতে বলা হয়। এর আগে গতকাল মঙ্গলবার মেলানিয়াকে প্রি-অপারেশন রুমে নেওয়া হয়। আজ সকালে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচার শেষে মেলানিয়া সুস্থ আছেন এবং অস্ত্রোপচারে কোন ধরণের জটিলতা হয়নি বলে জানায় হোয়াইট হাউজ।

তবে আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মেলানিয়া ট্রাম্পকে।

মেলানিয়ার অস্ত্রোপচার শেষে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি লেখেন, “সফল অস্ত্রোপচার। তিনি (মেলানিয়া) ভালো আছেন। সকল শুভানুধ্যায়ীকে ধন্যবাদ”।

প্রসঙ্গত, মেলানিয়া যে অস্ত্রোপচার করেছেন তাঁর মাধ্যমে সাধারণত ক্যান্সার আক্রান্ত কোষ বা টিউমারে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করা হয়।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

//এস এইচ এস// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি