ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ১৫ মে ২০১৮

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং জিউকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির উচ্চ আদালত। জাতীয় নিরাপত্তা বিষয়ক গোপন তথ্য ফাঁসের মামলায় দোষী সাব্যস্ত করে তাকে আজ এ কারাদণ্ড প্রদান করে আদালত। তবে জরিমানা পরিশোধ করে তিনি কারাদণ্ড থেকে রেহাই পেতে পারেন। আজ রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

তাইওয়ানের আইন অনুযায়ী দেশটিতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে জরিমানা পরিশোধ করলে যেকোনো দণ্ড থেকে মুক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে মা ইং জিউ যদি তার বিরুদ্ধে করা চার হাজার ১৯ ডলার অর্থদণ্ড পরিশোধ করেন তাহলে তিনিও কারাদণ্ড  মুক্তি পেতে পারেন।

এ ব্যাপারে মা ইং জিউয়ের অফিস বলছে, তিনি এ দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন এবং তিনি অবশ্যই এ দণ্ড থেকে মুক্তি পাবেন। এদিকে দেশটির উচ্চ আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং জিউ তথ্য সুরক্ষা আইন মানেনি। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন।

আরকে/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি