ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রথম নারী পরিচালক পেলো সিআইএ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৮ মে ২০১৮ | আপডেট: ১৩:০৪, ১৮ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনা হ্যাসপেল (৬১)। তার বিরুদ্ধে ৯/১১ এর সময় বিতর্কিত নির্যাতনের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হ্যাসপলের নিয়োগ ৫৪-৪৪ ভোটে অনুমোদন পায়।

৬১ বছর বয়সী হ্যাসপলের ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে আন্ডার কাভার এজেন্ট হিসেবে। ৯/১১ সময় থাইল্যান্ডের এক বন্দিশিবের দায়িত্বে ছিলেন তিনি। ওই বন্দিশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের (কাপড়ে মুখ বেঁধে পানি ঢালা, যাতে বন্দির ডুবে যাওয়ার অনুভূতি হয়) মত বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।

সিআইএ পরিচালক মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সেই জায়গায় উপ-পরিচালক জিনা হ্যাসপলকে মনোনীত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিরোধী দলে থাকা ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটরও হ্যাসপলের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন।

রিপাবলিকের সিনেটর জন ম্যাককেইন ভিয়েতনাম যুদ্ধের সময় সে দেশের কারাগারে পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েছিলেন। সিআইএ পরিচালক পদে তার সমর্থন হ্যাসপল পাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ম্যাককেইন।

মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ম্যাককেইন বৃহস্পতিবারের ভোটাভুটিতে উপস্থিত ছিলেন না। তবে ডেমোক্রেটিক পার্টির ছয়জন সিনেটর দলের অবস্থানের বাইরে এসে হ্যাসপলের মনোনয়নের পক্ষে ভোট দেন।

তথ্যসূত্র: বিবিসি।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি