ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সীমান্তে গরু পাচারের সুড়ঙ্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৯ মে ২০১৮

গরু পাচারের জন্য ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় করা একটি সড়ঙ্গ খুঁজে পেয়েছে পুলিশ। গভীর বনে থাকা ১৬ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গটির এক প্রান্ত ভারত ও অপর প্রান্ত বাংলাদেশ।

জেলার নিলিমাবাজার থানা সূত্রে জানা গেছে, ওই সুড়ঙ্গ ব্যবহার করে গরুসহ বিভিন্ন গবাদিপশু বাংলাদেশে পাচার হতো।

গত রোববার বাংলাদেশি দুই চোরাকারবারি আতাবুর রহমান ও শামসুল আলমকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুড়ঙ্গটি খুঁজে পাওয়া যায়।

দুই চোরাকারবারি জানিয়েছেন, তারা সুড়ঙ্গটি দিয়ে ভারতে ঢুকেছেন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি