ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বউয়ের নামের বানান জানেন না মার্কিন প্রেসিডেন্ট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২০ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নামের বানান লিখতে জানেন না। অসুস্থ মেলানিয়াকে হাসপাতাল থেকে বাসায় স্বাগত জানিয়ে এক টুইট বার্তায় তিনি এ ভুল করেন। এ নিয়ে নানা হাস্যরস ও ব্যঙ্গ হচ্ছে।
স্থানীয় সময় শনিবার দুপুরে নিজের অ্যাকাউন্ট থেকে ট্রাম্প টুইট বার্তাটি প্রকাশ করেন। এতে তিনি মেলানিয়া (Melania)লিখতে গিয়ে মেলানি (Melanie)লিখে ফেলেন।
মুহূর্তেই ট্রাম্পের টুইট বার্তাটি চলে যায় বহু লোকের কাছে। আসতে শুরু করে নানা তির্যক মন্তব্য। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে নিয়ে গোলযোগের বিষয়টিও ট্রাম্পের টুইট বার্তার নিচে মন্তব্য আকারে আসতে থাকে।
মন্তব্যকারীরা মূলত মেলেনিয়ার নামের বানান ভুল নিয়েই ট্রাম্পের ওপর হামলে পড়েন। তাদের মন্তব্যের মূল বার্তা হলো—বউয়ের নামের বানানই জানেন না ট্রাম্প!
তবে ওই টুইট বার্তাটি প্রকাশের সঙ্গে সঙ্গে ট্রাম্প সেটি মুছে নতুন আরেকটি টুইট বার্তা প্রকাশ করেন। পরের এই টুইটে মেলানিয়ার নামের বানান নির্ভুল লেখেন মার্কিন এই প্রেসিডেন্ট।
মেলানিয়া ট্রাম্পের জন্য শুভকামনা ও দোয়া প্রার্থনা করায় ট্রাম্প সবাইকে ধন্যবাদও জানান এই টুইটের মাধ্যমে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি