ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘জনগণের থেকে প্রধানমন্ত্রী বড় নন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ২০ মে ২০১৮

প্রধানমন্ত্রী দেশের জনগণের থেকে বড় নয় বলে মন্তব্য করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, সবাই মিলে এককাট্টা হয়ে বিজেপিকে দমিয়ে দেবো আমরা৷ তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিজেপিদের কোনও সম্মান নেই৷ শুধু তাই নয়, বিধানসভায় জাতীয় সঙ্গীতের আগেই বিজেপিকে হল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে৷

গতকাল শনিবার কর্ণাটকে ইয়েদুরাপ্পার ইস্তফার পরই বিজেপিকে কটাক্ষ করে নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাহুল গান্ধী৷

সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, এই পরাজয় থেকে শিক্ষা নিল আরএসএস-বিজেপি। ওদের দমিয়ে দিয়েছে কর্ণাটকবাসী। তিনি বিজেপির বিরুদ্ধে কড়া বিরোধিতার বার্তাও জানান৷

আরএসএস- বিজেপিকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নিজে দুর্নীতির সঙ্গে জড়িত৷ কর্ণাটক তাদের উচিৎ শিক্ষা দিয়েছে৷ ভারতের ক্ষমতা ও অর্থ নিয়ে দুর্নীতি রাজ চলে৷

প্রসঙ্গত, অনেক দিন পর প্রাণখোলা সংবাদ সম্মেলন করলেন রাহুল গান্ধী৷ বিজেপির আড়াই দিনের সরকার কর্ণাটকে পতন হতেই সে রাজ্যে সরকার গড়তে চলেছে কংগ্রেস-জেডিএস জোট৷ ফলে স্বস্তির হাসি ফুটে উঠল সোনিয়া পুত্রের মুখে৷ তিনি কংগ্রেসের সভাপতি হওয়ার পর এটাই আপাত বড় সাফল্য৷ কারণ কর্ণাটকে এতদিন কংগ্রেসের সরকার ছিল৷ সদ্য বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি উঠে এসেছে৷ তারপরেই সরকার গড়া নিয়ে চলছিল টালবাহানা৷ জোট করে সরকার গড়তে মরিয়া হয় কংগ্রেস৷ কিন্তু রাজ্যপাল বিজেপিকেই প্রথম সুযোগ দিয়েছিলেন৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি